ইউএনওর গাড়িচাপায় সাংবাদিকের মৃত্যু: ৩ সদস্যের তদন্ত কমিটি

নাটোরের সিংড়ায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচাপায় সাংবাদিক সোহেল রানা (৩৪) জীবনের মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক শামীম আহমেদের নির্দেশে গঠিত ওই তদন্ত কমিরটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। কমিটির অন্য সদস্যরা হলেন– বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী রাশেদুজ্জামান এবং সিংড়ার ইউএনও সামিরুল ইসলাম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে গঠিত ওই কমিটির চিঠি তিনি পেয়েছেন। ইতোমধ্যে তারা কাজও শুরু করেছেন।

সিংড়ার ইউএনও সামিরুল ইসলাম ওই চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, মঙ্গলবার জেলা প্রশাসক ঢাকা থেকে নাটোর পৌঁছবেন। পৌঁছানোর পর তার ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পরিদর্শনের কথা রয়েছে।

নিহত সোহেল সিংড়া পৌরসভার বালোয়া-বাসোয়া এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়ার দৈনিক ‘দুরন্ত সংবাদ’ পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি এবং বন্দর স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার বিষয়ের শিক্ষক ছিলেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাসা থেকে ওই স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন সোহেল। পথে নিংগইন ফিলিং স্টেশনের সামনে নলডাঙ্গার ইউএনওর গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।