গ্যাস সিলিন্ডারের আগুনে একজনের মৃত্যু

ফেনী‌তে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হ‌য়ে আনিসুর রহমান (৬৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।  শনিবার (২১ মে) গভীর রাতে ফেনী শহরের আলিম উদ্দিন সড়কের একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

মৃত আনিসুর রহমান ওই ভবনের নিরাপত্তাপ্রহরী ছিলেন। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ফুলহাতা পঞ্চগ্রামে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহ‌রের আলিম উদ্দিন সড়কের ছয়তলা বিশিষ্ট নয়ন টাওয়ারে নিরাপত্তাপ্রহরী হিসেবে দীর্ঘদিন ধরে চাকরি করেছেন আনিসুর। ভবনের মালিক আবু আহাদ নয়ন শর্শদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকার ব্যবসায়ী। তার ভবনে গ্যাস সংযোগ না থাকায় ভাড়াটিয়ারা সিলিন্ডার ব্যবহার করতেন।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, ‘প্রতিদিনের মতো শনিবার রাত ১১টার দিকে আনিসুর রান্না করতে গেলে সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়। এ সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই কক্ষে থাকা চারটি সিলিন্ডারের দুটি থেকে আগুন ছড়িয়ে পড়ে।’

ফেনী মডেল থানার ওসি আবদুর রহিম সরকার বলেন, ‘আনিসুরের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’