হালদা থেকে ৩০০০ মিটার জাল জব্দ

হালদা নদীতে প্রজনন মৌসুমেও মাছ ধরার সময় তিন হাজার মিটার জাল জব্দ করেছে নৌ পুলিশ। রবিবার (২২ মে) সকাল ১০টায় হালদা নদীর মোহনায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূন ইসলাম ভূঁইয়া।

পুলিশ সুপার বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালানো হয়। এতে নদীতে পাতা অবস্থায় দাবিদারহীন অবৈধ সুতার তিন হাজার মিটার দৈর্ঘ্যের তিনটি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক লাখ ৩৫ হাজার টাকা।  উদ্ধার করা জাল নদীর পাড়েই নষ্ট করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে ছিলেন– সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এনামুল হক।