১০ হাজার গ্যাস সিলিন্ডারসহ আটক ৯

অবৈধভাবে সংগ্রহ করা ১০ হাজার খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (৮ জুন) থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা দুই দিন চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি এলাকায় অভিযান পরিচালনা করে এসব সিলিন্ডার উদ্ধার করা হয়। এ ঘটনায় নয় জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টায় ভাটিয়ারীতে এক সংবাদ সম্মেলন করেন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইউসুফ। তিনি বলেন, ‘বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে বিভিন্ন মাধ্যমে জানা যায়, কতিপয় অসাধু সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড থানার তুলাতুলী এলাকায় জনবহুল গ্রাম থেকে অবৈধ চোরাই এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে। পরবর্তী সময়ে সেগুলো কেটে টুকরা করে বিভিন্ন রি-রোলিং মিলে বিক্রি করা হচ্ছে। এর ফলে এলাকার মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়াসহ যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও জানান, গত ৮ জুন থেকে ৯ জুন পর্যন্ত টানা দুই দিন সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিন্ডিকেটের মূল হোতা ইসমাইল হোসেন কুসুম (৫১), মহসীন (৫১), নুরুন নবীসহ (৪৮) নয় জনকে আটক করা হয়।

পরবর্তী সময়ে কুসুমের ডিপো, ফকিরা মসজিদের উত্তর পাশ সংলগ্ন, কবির স্টিলের পরিত্যক্ত বিল্ডিংয়ের দক্ষিণ পাশে এবং আশেপাশের এলাকা থেকে প্রায় ১০ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এর মধ্যে দুই হাজার পিস ছিল কাটা অবস্থায় এবং গ্যাস সিলিন্ডার পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক উদ্ধার করা হয়।