কুমিল্লায় সদ্য বিজয়ী দুই কাউন্সিলরসহ কারাগারে ৮

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্য বিজয়ী দুই কাউন্সিলরসহ আট জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার হাজিরা দিতে আসলে আদালত ৪০ জনের মধ্যে আট জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ২০২১ সালের অক্টোবরে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা হয়।

আসামিপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, মঙ্গলবার (২১ জুন) জেলা দায়রা জজ আতাব উল্লাহ এই আদেশ দেন।

আটক বক্তিরা হলেন– ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন, বিষ্ণপুর মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আমির হোসেন ফয়েজী, ইসহাক মিয়ার ছেলে মো. রাসেল, মোবারক আলীর ছেলে মফিজুল ইসলাম, সুলতান আহমদের ছেলে মান্নান মিয়া, শুভপুর এলাকার আবদুল অহিদের ছেলে নজির আহমেদ।