ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া স্টেশন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একটি লাইনে বিকাল সোয়া ৫টা থেকে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়। তবে একাধিক লাইন থাকায় আপ এবং ডাউন উভয় লাইনে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি চট্টগ্রাম যাওয়ার পথে বিকাল ৫টার পর ডাউন লাইন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। সে সময় ট্রেনের পেছনের দিকে ১৩ নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন এলাকায় থেমে যায়। এর কিছুক্ষণ পর ট্রেনের প্রকৌশলীরা দুর্ঘটনাকবলিত বগিটির সংযোগ বিচ্ছিন্ন করেন। সামনের অংশটি আখাউড়া জংশন স্টেশনে নেওয়া হয়। তবে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় বিকল্প চারটি লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

আখাউড়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য রওনা হয়েছে। আশা করা যায়, অল্প সময়ের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে।’ তবে একাধিক লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।