কারমাইকেল কলেজ ক্যাম্পাসে কোরবানির হাট, শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর তথা উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে কোরবানির পশু কেনা-বেচার হাট বসানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর লালবাগ এলাকায় কলেজের প্রবেশ পথের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারমাইকেল কলেজ সংলগ্ন লালবাগ হাট রয়েছে। সেখানে সপ্তাহে দুবার হাট বসে। কিন্তু এবার ঈদ উপলক্ষে কোরবানির পশুহাট কারমাইকেল কলেজ ক্যাম্পাসে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কলেজের পরিবেশ নষ্ট হবে এবং শিক্ষার্থীদের খেলাধুলাও বন্ধ হয়ে যাবে। ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাসে গরু কেনাবেচার হাট বসানোর সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

এ হাট করার ব্যাপারে কলেজের অধ্যক্ষের পরোক্ষ মদত রয়েছে বলে তারা অভিযোগ করেন।