নিজ ঘরে গৃহবধূর লাশ, স্বামী পলাতক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুনু আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ জুলাই) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তালতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, ঘটনার পর থেকে জুনুর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

জুনু উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর গ্রামের আলী হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া গ্রামের দাইয়ানের ছেলে কবির হোসেনের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় জুনুর। তাদের দুই বছর বয়সী একটা মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে কবির বিভিন্ন সময় জুনুকে শারীরিক নির্যাতন করতো।

মৃতের খালাতো ভাই বিল্লাল হোসেন বলেন, ‘পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করেছে। তার শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তা ছাড়া ফাঁসি নেওয়ার কোনও আলামত দেখা যায়নি। এ কারণে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রায়ই জুনুকে মারধর করতো তার স্বামী। বাবার কাছ থেকে টাকা আনার জন্য তাকে নির্যাতন করতো। এ নিয়ে বেশ কয়েকবার পারিবারিকভাবে বিচার হয়েছে। সে আমার বোনকে নির্যাতন করে হত্যা করেছে।’

এসআই রাজু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরের ভেতর খাটের ওপর ওই গৃহবধূর লাশ পড়ে আছে। তার গলায় ফাঁস নেওয়ার কোনও রশি বা ওড়না সেখানে ছিল না। কে বা কারা লাশ বিছানায় রেখেছে তা জানা সম্ভব হয়নি। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, ঘরের ভেতরে থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বলা সম্ভব হবে, এটা হত্যা নাকি আত্মহত্যা।