রেল কর্মচারীকে কুপিয়ে হত্যা

রাজশাহীতে কিশোর সানি হত্যার রেশ কাটতে না কাটতে এবার রেলওয়ে কর্মচারী যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ জুলাই) মধ্যরাতে নগরীর বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকেও রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত যুবকের নাম সোহেল রানা। তিনি নগরীর ১৯নং ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। সোহেল ওয়েম্যান পদে চাকরি করতেন। আর আহত ব্যক্তির নাম ফারুক হোসেন। তাকে হাসপাতালে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার মাদক ব্যবসায়ী টগরের বাড়িতে বাংলা মদ কেনা নিয়ে সোহেল ও ফারুকের দ্বন্দ্ব হয়। সে সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে টগরের বাড়ি থেকে বের হয়ে সোহেলকে কুপিয়ে জখম করে ফারুক। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার সময় ধস্তাধস্তিতে রাস্তার ওপর পড়ে গিয়ে ফারুকও আহত হন। এ সময় দুই জনই মদ্যপ অবস্থায় ছিলেন।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘কীভাবে সোহেল নিহত এবং ফারুক আহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেছেন। কিন্তু ফারুক বলছেন, তারা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

আরও খবর: রাজশাহীতে ছুরিকাঘাতে কিশোর নিহত