সাতক্ষীরায় উপকূল রক্ষা বাঁধে ভাঙন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম দুর্গাবাটি এলাকায় ৫নং পোল্ডারের উপকূল রক্ষা বাঁধের দেড়শ’ ফুটেরও বেশি খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে পশ্চিম দুর্গাবাটি এলাকার সাইক্লোন শেল্টার সংলগ্ন অংশের ওই বাঁধ আকস্মিকভাবে নদীতে বিলীন হয়। সে সময় আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, সংস্কার কাজের সময় গুণগত মান রক্ষা না হওয়ায় দেবে যাওয়া চরের উপরিভাগের বাঁধ নদীতে ধসে গেছে। দ্রুত রিং বাঁধ নির্মাণ করা না গেলে জোয়ারে আশপাশের গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।  

স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে ভাঙন কবলিত অংশে মাটি ফেলার কাজ শুরু করেন। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত অংশের উদ্দেশ্যে রওনা হন।

দুর্গাবাটি গ্রামের নিলুৎপল মণ্ডল জানান, ভাঙনকবলিত অংশের নিকটবর্তী চিংড়ি ঘেরে তারা কয়েকজন কাজ করছিলেন। আকস্মিকভাবে সাইক্লোন শেল্টারের পূর্ব প্রান্তের উপকূল বাঁধের প্রায় দেড়শ’ ফুটের বেশি জায়গা পাশের খোলপেটুয়া নদীতে ধসে পড়ে। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামগুলো থেকেও শত শত মানুষ ধসে যাওয়া বাঁধ রক্ষায় ঘটনাস্থলে জড়ো হন।

পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মাসুদ রানা জানান, নদীর চর দেবে যাওয়ার কারণে হঠাৎ ওই অংশের বাঁধ নদীতে ধসে যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন।