জুলাইয়ে হিলিতে ২৪ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব আদায়

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ২৪ কোটি ৩৮ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান এ তথ্য জানান।

হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা বলেন, ‘চলতি ২০২২-২৩ অর্থবছরে এই স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এখনও নির্ধারণ করে দেয়নি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।’

তিনি জানান, জুন মাসের তুলনায় জুলাই মাসে আমদানির পরিমাণ কমেছে। তবে এটি শুধু হিলি স্থলবন্দরের চিত্রই নয়। দেশের অন্যান্য স্থলবন্দরের একই অবস্থা।

সাম্প্রতিক সময়ে প্রকাশিত এক রিপোর্টের কথা উল্লেখ করে তিনি জানান, দেশে এলসি খোলার পরিমাণ কমার কারণে আমদানির পরিমাণও কমেছে। তবে ভবিষ্যতে আমদানির পরিমাণ বাড়বে।