সদলবলে হামলা চালানোর অভিযোগে ইউপি সদস্য আটক

আশুলিয়ায় তিনশ’ লোক নিয়ে শফিউল আলম সোহাগ নামে এক ইউপি সদস্য একটি বাড়িতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর মীমাংসা করতে থানায় গেলে আটক করা হয় ওই ইউপি সদস্যসহ আট জনকে। মঙ্গলবার রাত ১০টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকার বকুল বেগম নামে এক নারীর বাড়িতে এই ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন– বকুল বেগম ও তার মেয়ে তামান্না, ছেলে তাওহিদ সরদার,  তুহিন ও আল আমিন।

বকুল ও আহতরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মাঠে তার ছেলে তাওহিদ সরদার তার ছেলের বন্ধু শাওনের সঙ্গে বসে গল্প করছিলেন। হঠাৎ ১৫-২০ জন কিশোর মোটারসাইকেল নিয়ে ওই মাঠে আসে। তারা তাওহিদ ও তার ছেলের বন্ধুকে মাঠ থেকে চলে যাওয়ার জন্য বলার পাশাপাশি গালিগালাজ করতে থাকে। তার ছেলের বন্ধু প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। এই ঘটনার জের ধরেই রাত ১০টার দিকে পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য শফিউল আলম সোহাগের নেতৃত্বে প্রায় তিনশ’ লোক তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাওহিদের মা, বোন ও ভাইকে মারধর করে আহত করা হয়। এ ছাড়াও বাড়ির সব আসবাবপত্র ভাঙচুর করে লুট করা হয় মূল্যবান সামগ্রী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর রাত ১২টার দিকে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতে যান। সে সময় ইউপি সদস্য সোহাগও বিষয়টি মীমাংসা করতে গেলে পুলিশ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি তদন্ত জিয়াউল হক জানান, বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় ইউপি সদস্যসহ আট জনকে গ্রেফতার করা হয়েছে।