‘লাল তালিকায় চলে যাওয়া শকুনকে রক্ষা করতে হবে’

বিলুপ্তির পথে থাকা শকুন রক্ষার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘শকুন বর্তমানে লাল তালিকায় চলে গেছে। বিশ্বে যেসব প্রাণীর উপস্থিতি ৯০ শতাংশের কম হয়, সেগুলোকে লাল তালিকাভুক্ত বা বিলুপ্ত প্রাণী হিসেবে দেখা হয়। শকুনকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে সবাইকে কাজ করতে হবে।’

শনিবার সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের এম. আব্দুর রহিম মিলনায়তনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ এসব কথা বলেন। 

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন হুইপ স্বপনআলোচনা সভায় হুইপ বলেন, ‘শকুনকে প্রকৃতির ঝাড়ুদার বলা হয়। এই শকুন পশু-পাখির মৃতদেহ খেয়ে ফেলে আমাদের অ্যানথ্রাক্স, যক্ষ্মাসহ বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখে। কিন্তু যেভাবে ডাইক্লোফেনাকসহ বিভিন্ন ওষুধের ব্যবহার হচ্ছে তাতে শকুন বিলুপ্তির পথে চলে গেছে। এরই মধ্যে শকুনের ক্ষতি হয় এসব ওষুধ দেশে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আমাদের সবার উচিত প্রকৃতি ও মানুষের জন্য উপকারী এই শকুনসহ সব ধরনের প্রাণী ও উদ্ভিদকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা।’

শকুনকে রক্ষা ও তাদের বংশবিস্তার করতে বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। শকুনদের জন্য দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া শাল বনে দেশের একমাত্র “শকুন উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র” গড়ে তোলা হয়েছে।’

দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন– অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, বাংলাদেশ মেজর ও অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির সহ-সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী মোহন প্রমুখ।