ছাত্রীকে যৌন নির্যাতন: চবি প্রক্টরিয়াল বডিকে আদালতে তলব

এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরিয়াল বডিকে তলব করেছেন আদালত। সোমবার (৫ আগস্ট) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম মোর্শেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘চবিতে এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় হাটহাজারী থানায় দায়ের করা মামলায় কারাগারে থাকা আসামি নুর হোসেন শাওনের জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে তলব করেছেন। একই সঙ্গে যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রীকে আদালতে হাজির হতে আদেশ দিয়েছেন।’ 

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘চবিতে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আজ সোমবার নুর হোসেন শাওন নামে কারাগারে থাকা এক আসামির জামিন আবেদন করা হয়। আদালত জামিন শুনানি শেষে প্রক্টরিয়াল বডিকে তলব এবং ভিকটিমকে হাজির হওয়ার আদেশ প্রদান করেন। আগামী ১৪ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী ধার্য তারিখ রেখেছেন আদালত।’

গত ১৭ জুলাই রাত ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন নির্যাতনের শিকার হন। এ ঘটনায় ওই ছাত্রী হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার প্রতিবাদে ওই ছাত্রীর সহপাঠীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। 

পরে র‌্যাবের অভিযানে ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন– চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আজিম, নৃ-বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন ও দ্বিতীয় বর্ষের মাসুদ রানা এবং একই কলেজের সাবেক ছাত্র সাইফুল।