পোল্ট্রি মেডিসিনের গুদামে আগুন

গাজীপুরের একটি পোল্ট্রি মেডিসিনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা বিভিন্ন রাসায়নিকসহ মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে মহানগরের দীঘিরচালা এলাকায় ইনুভা অ্যানিমেল হেল্থ পোল্ট্রি মেডিসিনের গুদামে এ ঘটনা ঘটে। 

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তার্সারফ হোসেন জানান, ভোর সোয়া ৫টায় আবু তালেবের মালিকানাধীন ইনুভা অ্যানিমেল হেল্থ নামের পোল্ট্রি মেডিসিনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা রাসায়নিক ও মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর বলা যাবে।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে জানান এই কর্মকর্তা।