গাইবান্ধা-৫ উপনির্বাচন: ৪৪ কেন্দ্রে ভোট বন্ধ

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপনির্বাচনে গোপন কক্ষে একজনের পরিবর্তে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

রিটার্নিং অফিসার জানান, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ৪৪টি কেন্দ্রে গোপন কক্ষে ইভিএমে একজনের পরিবর্তে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে ভোট বন্ধ রাখা হয়েছে। 

এ বিষয়ে ভোট কেন্দ্রে (কাজী আজাহার আলী সরকার মডেল উচ্চ বিদ্যালয়ে) কথা হয় জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘ভোট কেন্দ্রের কক্ষে ভোটারের পরিবর্তে অন্যজন ভোট দেওয়ার ঘটনায় ওইসব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।’

এ ছাড়া ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার ঘটনায় লাঙ্গলের প্রার্থীর অভিযোগের বিষয়টিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।