আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন-অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল ৯টায় শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনে রেললাইনে ক্রেন উল্টে এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার জানান, বৃহস্পতিবার  বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উল্টে যাওয়া ক্রেনতিনি আরও জানান, সাতখামাইর রেলস্টেশন এলাকায় স্লিপার স্থাপনের কাজ চলছিল। ট্রাক থেকে ক্রেন দিয়ে স্লিপার আনলোড সময় ক্রেন উল্টে রেললাইনের ওপর পড়ে যায়। এ জন্য বিভিন্ন স্টেশনে ট্রেন যাত্রাবিরতি করে।