১৫০ কেজি জাটকা জব্দ, পাঠানো হলো এতিমখানায়

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈল বাজার থেকে ১৫০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ওই জাটকা বহন করা ভ্যানচালককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে গৈলা বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর থানা পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালায়। এ সময় একটি ভ্যান থেকে ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। আর জব্দ জাটকা পরিবহনের অপরাধে বাবুগঞ্জ উপজেলার ভ্যানচালক গোলাম রাব্বিকে এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

তিনি আরও জানান, জব্দ জাটকা দুপুরে উপজেলার পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা, গৈলা আল ফারুক এতিমখানা, ফুল্লশ্রী নুর-এ মদিনা এতিমখানা, রাজিহার এতিমখানা, ঐচারমাঠ দোয়েল বালিকা হোস্টেলসহ বিভিন্ন এতিমখানা এবং স্থানীয় দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়। তবে মাছের মালিকানা কেউ স্বীকার না করায় কাউকে শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি।