হালদা থেকে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়ির ছদুরখীল এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে এক লাখ টাকা জরিমানা এবং আরও একজনকে একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরী।

অভিযানের সময় বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীর উজানে বেআইনিভাবে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে শহীদুল ইসলামকে (৪১) এক লাখ টাকা জরিমানা এবং সুমন মিয়াকে (৩৬) একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘উপজেলায় তিনটি বালুমহাল ইজারা থাকার পরেও কিছু ব্যক্তি বঙ্গবন্ধু হেরিটেজ হালদা নদীতে বেআইনিভাবে বালু উত্তোলন করছে। এ ধরনের কাজে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’