এসপি নাইমার মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ

পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে এবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর এসপি নাইমা সুলতানার দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিমের আদালত বাবুল আক্তারকে এ মামলায় গ্রেফতার আবেদন মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নগরের খুলসী থানায় করা মামলায় বাবুল আক্তারকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। শুনানিতে বাবুল আক্তার উপস্থিত ছিলেন। বাবুল আগে থেকেই কারাগারে ছিলেন। শুনানি শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।’

এর গত ১৯ অক্টোবর নগরের খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন পিবিআইয়ের এসপি নাইমা সুলতানা। এ মামলায় বাবুল আক্তার ছাড়াও আসামি করা হয় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন, বাবুলের ভাই হাবিবুর রহমান ও বাবা ওয়াদুদ মিয়াকে। এ মামলায় বাবুলের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলা নিয়ে মিথ্যা-অসত্য তথ্য সরবরাহ-প্রচারের অভিযোগ আনা হয়।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুলের স্ত্রী মাহমুদা খানম। এ হত্যা মামলায় তার স্বামী বাবুল আক্তারসহ সাত জনকে আসামি করে গত ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই।