চুয়াডাঙ্গায় ৫ দিনের বাউল গান ও লোকজ উৎসব শুরু

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে পাঁচ দিনের বাউল গান ও লোকজ উৎসব। বুধবার রাত থেকে দর্শনার আকন্দবাড়িয়া গ্রামে শুরু হয় এই ঐতিহ্যবাহী বাউল ও লোকজ উৎসব। প্রতি বছরের মতো এবার আফতাব শাহর ২৩তম স্মরণোৎসব হিসেবে লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করেন প্রখ্যাত লালনগীতি শিল্পী টুনটুন বাউল। এর আগে গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলার মধ্য দিয়ে সূচনা ঘটে এ উৎসবের।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা জেলা এনএসআইয়ের উপ-পরিচালক জামিল সিদ্দিক, এনডিসি সাদাত হোসেন প্রমুখ।

উৎসবে প্রতিদিনের অনুষ্ঠানে থাকছে– জারিগান, লাঠিখেলা, হাডুডু খেলা ও ঝাপান গান। সন্ধ্যায় আলোচনা শেষে দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় ভাববিচ্ছেদ ও সাধু সংগীত, বাউল পরিষদের লোকজপালা, ঐতিহাসিক কিচ্ছাসহ নানান আয়োজন।