বগুড়ায় ২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে বগুড়ার গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বগুড়া পৌর ছাত্রলীগের সভাপতিকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানা গেছে। তবে অব্যাহতি পাওয়া নেতারা এ সিদ্ধান্তকে গঠনতন্ত্রবিরোধী বলেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর বিপ্লব ও বগুড়া শহর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাসকে তাদের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এ ছাড়া গাবতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাকিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় গাবতলী উপজেলা ছাত্রলীগের সম্পাদক ও শহর সভাপতিকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে পৌর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাস জানান, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতি তারা মানেন না। কারণ জেলা ছাত্রলীগের সব নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাই তাদের অব্যাহতি দেওয়ার ক্ষমতা নেই। তিনি এ ঘোষণাকে গঠনতন্ত্রবিরোধী আখ্যায়িত করে এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন।