প্রধানমন্ত্রীর জনসভাস্থল অভিমুখে মানুষের ঢল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দিকে মানুষের ঢল নেমেছে। বুধবার সকাল ১০টার পরপরই বাদ্যযন্ত্র বাজিয়ে স্লোগানে স্লোগানে জনসভাস্থলে প্রবেশ করছেন বিপুল জনতা।

বিশেষ রঙের টি-শার্ট ও টুপি পরিধানের পাশাপাশি বিভিন্ন নেতার ছবিসহ প্ল্যাকার্ড ও নৌকার নানা কারুকাজ তাদের হাতে দেখা যায়। যদিও ২টার পরেই প্রধানমন্ত্রী এই জনসভাস্থলে আসবেন। তারপরেও মানুষের স্রোত নেমেছে জনসভা অভিমুখে। ইতোমধ্যে চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কুতুবদিয়া-মহেশখালী আসনের আশেক উল্লাহ রফিককে জনসভাস্থলে আসতে দেখা গেছে।

জনসভাস্থলে প্রবেশ করছেন বিপুল জনতাজনসভাস্থল শেখ কামাল স্টেডিয়ামে তিনটি প্রবেশপথ রাখা হয়েছে। যার একটি ভিআইপি গেট। একটি সিনিয়র নেতা ও বিশেষ ব্যক্তিদের। অপরটি সাধারণ জনগণের জন্য। জনসভামঞ্চ থেকে নানা ঘোষণা হচ্ছে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী ইনানী উপকূলে আন্তর্জাতিক নৌশক্তি প্রদর্শন মহড়া উদ্বোধন করেছেন। এরপর আসবেন জনসভামঞ্চে।