ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের তিন শিক্ষার্থীকে দলীয় কর্মসূচিতে না যাওয়ায় মারধর করে শহীদ শামসুল আলম হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।

মারধরে অভিযুক্তরা হলেন– কলেজ ছাত্রলীগের কর্মী রাকিব, মিলন ও ফিদবী। জানা গেছে, তারা কলেজ ছাত্রলীগের সভাপতি এম ওয়াসিম রানার অনুসারী এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীরা হলেন– ২০২১-২২ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাউসার এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ইমরান, ২০২১-২২ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. জালাল। পরবর্তী সময়ে তাদের ঢাকা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাউসার বলেন, ‘সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম। সে সময় ছাত্রলীগের তিন কর্মী এসে আমাকে বলে ক্যাম্পাসে প্রোগ্রাম আছে যেতে হবে। আমি তাদের বললাম, “আমি অসুস্থ”। দুপুরে তারা আবার আমার রুমে এসে জানতে চাইলো, ক্যাম্পাসে গিয়েছি কিনা? আমি “না” বলার সঙ্গে সঙ্গে আমাকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছে। পরে আমাকে রাকিব, মিলন, ও ফিদবী এই জন মিলে কিল, ঘুষি, লাথি মারতে থাকে। আমি এখন ডান কানে কিছু শুনতে পাচ্ছি না। আমাকে গত মাসের ১২ তারিখেও মিলন মারধর করেছে।’

এ বিষয়ে কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘আমি তাদের অনেক সিনিয়র। অথচ তারা আমার সঙ্গে খুবই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আমিসহ আরও কয়েকজনকে হল থেকে বের হয়ে যাওয়ার আল্টিমেটাম দিয়েছে। না বের হলে মারধর করে বের করে দেওয়ার কথাও বলেন তারা। আজ ছাত্রলীগের প্রোগ্রামে না যাওয়ায় হলের তিন ছোট ভাইকে বেধড়ক মারধর করেছে কলেজ ছাত্রলীগের সভাপতির অনুসারীরা।’

এ বিষয়ে শহীদ শামসুল আলম হলের সুপারভাইজার প্রভাষক মো. কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম হল কবি নজরুল কলেজের এই হল। এটা পুরোটাই ছাত্রলীগের নিয়ন্ত্রণে। এখানে কে ওঠে আর কে নামে কলেজ প্রশাসন কিছুই জানে না। সবকিছু ছাত্ররা নিয়ন্ত্রণ করে। এখন কলেজ শিক্ষার্থীদের কেউ যদি কলেজ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানায় তাহলে সেটা কলেজ প্রশাসন দেখবে।’

মারধরের বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি এম ওয়াসিম রানার কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে আগামীকাল (শুক্রবার) কলেজ ক্যাম্পাসে দেখা করতে বলেন।