গরু চুরির মামলায় সেই ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে চার্জশিট

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। 

গত ৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

চার্জশিটভুক্ত বাকিরা হলেন- হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, সাইদুল ইসলাম ও মোর্শেদ আলী।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৩০ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত ৪-৫ জন ধামরাইয়ের আব্দুল লতিফের গোয়ালঘর থেকে আনুমানিক তিন লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে এ চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলী জড়িত বলে স্বীকার করেন।  পরে পুলিশ তাকে গরু চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠান।

গ্রেফতারের পর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।