সিলেটের এসপি কার্যালয়ে আগুন

সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তার আগেই পুলিশ সদস্যরা বিদ্যুতের মেইন সুইচের সংযোগ বন্ধ করার পাশাপাশি নিজেরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুরোপুরি নিভিয়ে ফেলেন। কার্যালয়ের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানা গেছে। ওই সময় এসপি কার্যালয়ে ছিলেন না।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও প্রশাসন) শেখ মো. সেলিম। তিনি জানান, কনফারেন্স কক্ষে হঠাৎ আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা তা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কনফারেন্স কক্ষের বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট সিলেট জেলা পুলিশের কার্যালয়ে দ্রুত চলে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’ তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।