থানা চত্বরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত

মেহেরপুর সদর থানা চত্বরে পরিত্যক্ত দুটি বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

আহত দুই শিশু হলো– থানাপাড়া ও গোভিপুর গ্রামের সাঈদ ও রুবেল। তাদের মধ্যে সাইদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় দুই শিশু সদর থানা চত্বরে খেলা করতে আসে। সে সময় তারা একটি পরিত্যক্ত বোমা নিয়ে চত্বরের একপাশে গিয়ে টেপ খুলে সেটি ইট দিয়ে আঘাত করলে বিস্ফোরণ ঘটে। এ সময় দুই শিশু আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

মেহেরপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন বলেন, ‘বোমার শব্দ পেয়ে থানার পুলিশ সদস্যরা ছুটে এসে দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেন। বোমা দুটি কীভাবে তাদের হাতে আসলো, আর কোথা থেকে তারা পেয়েছে তা আমরা তদন্ত শুরু করেছি।’