মেঘনায় নৌ দুর্ঘটনায় একজনের মৃত্যু

ভোলার মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেড ডুবে হাফেজ (১৮) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। সকালে সদর উপজেলার গাজীপুর চর সংলগ্ন এলাকায় নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হাফেজ নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বাসিন্দা।

ইলিশা নৌ-থানার পুলিশ পরিদর্শক আকতারুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে মেঘনা নদীর গাজীপুর চর সংলগ্ন এলাকায় একটি বাল্কহেডে বালু উত্তোলন করা হচ্ছিল। সে সময় বাল্কহেডটির তলা ফেটে কয়েক মিনিটের মধ্যে সেটি পানিতে ডুবে যায়। বাল্কহেডটিতে চার জন কর্মচারী ছিলেন। তিন জন সাঁতরে তীরে উঠতে পারলেও হাফেজ বাল্কহেডটির নিচে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকায় বাইরে বের হতে পারেননি।

খবর পেয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে হাফেজের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।