পাগলা কুকুরের কামড়ে ১২ জন আহত

জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারীসহ ১২ জন আহত হয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদল পাগলা কুকুরের কামড়ে তারা আহত হয়েছেন। আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আহত যুবক বালিজুড়ি পশ্চিমপাড়ার বাসিন্দা কবির বলেন, ‘দুপুরের দিকে বাড়ির মধ্যে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই একটি পাগলা কুকুর এসে আমার হাঁটুতে কামড় বসিয়ে দেয়।’

আহতরা হলেন– গাবেরগ্রাম এলাকার মো. মৃদুল (৪০), গৃহবধূ মুন্নি (৩৬), মিজানুর (২১), ইরামণি (১১), তাসির (৩), ইয়াসিন (৭), মাহিন (৬), হাসিব (১২), গৃহবধূ আনেসা (৫০) ও রিনা বেগম (৪৮)।

আহতরা বলেন, ‘হঠাৎ করে পাগলা কুকুর কামড় দিলে ডাক-চিৎকারে এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মঞ্জুরুল বারী পাগলা কুকুরের কামড়ের বিষয়টি করে বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের ১২ জন আহত রোগী এসেছেন। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।’