পরিবর্তন হলো আম সংগ্রহের ক্যালেন্ডার

সাতক্ষীরায় আম সংগ্রহ ও বাজারজাত করার ক্যালেন্ডার পরিবর্তন করা হয়েছে। শুক্রবার (৫ মে) সংশোধিত ক্যালেন্ডার প্রকাশ করে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর। 

নতুন ক্যালেন্ডার অনুযায়ী হিমসাগর ২৫ মের পরিবর্তে ১০ মে, ল্যাংড়া ১ জুনের পরিবর্তে ১৮ মে  ও আম্রপালি ১৫ জুনের পরিবর্তে ২৮ মে সংগ্রহ করা যাবে।

এর আগে গত বুধবার (৩ মে) গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস এবং বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহ ও বাজারজাত করার তারিখ এক সপ্তাহ এগিয়ে ৫ মে থেকে ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

শহরের কুখরালী এলাকার আম চাষি মোকসেদ মোড়ল বলেন, ‘গোপালভোগ, গোবিন্দভোগ ও হিমসাগর আম ইতোমধ্যে পাকতে শুরু করেছে। আম ব্যবসায়ী ও ঝড়ের কথা মাথায় রেখে আম পাড়ার তারিখ এগিয়ে আনায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারিখ এগিয়ে না আনলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত।’

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাম্পার ফলন হয়েছে। এবারও বিদেশে যাবে এ জেলার আম। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইনুল ইসলাম মঈন বলেন, ‘আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে আগের ক্যালেন্ডার প্রকাশ করা হয়। আম পাকা এবং ঝড়ের কথা মাথায় রেখে চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আম ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে।’