ঘূর্ণিঝড় মোখার কারণে দুই দিন বন্ধ থাকার পর নারায়ণগঞ্জ থেকে সব নৌপথে লঞ্চ চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার (১৫ মে) দুপুর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
সরেজমিন দেখা যায়, নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে মুন্সীগঞ্জ, চাঁদপুর, নড়িয়াসহ বিভিন্ন নৌপথের লঞ্চ ঘাটে বেড়ানো রয়েছে। লঞ্চে যাত্রী ওঠাতে কর্মচারীরা ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ ডেকে ডেকে যাত্রী তুলছেন লঞ্চে। আর যাত্রীরা লঞ্চের শিডিউল জেনে বিভিন্ন লঞ্চে উঠছেন।
শহরের পাইকপাড়া এলাকা থেকে লঞ্চঘাটে এসেছেন আসমা বেগম। তিনি বলেন, ‘মুন্সীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে লঞ্চ ঘাটে এসেছি। তবে লঞ্চ ছাড়তে আরও সময় লাগবে। তাই সময় জেনে নিচ্ছি।’
খালার বাড়িতে বেড়াতে যাচ্ছেন শিক্ষার্থী সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘চাঁদপুরের লঞ্চে করে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছি। সঙ্গে আমার চাচাতো ভাই যাচ্ছেন। এখনও লঞ্চ ছাড়তে অনেক দেরি, তাই কিছু কেনাকাটা করে নিচ্ছি।’
বিআইডব্লিউটিএ অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে প্রথম দফায় পাঁচটি এবং পরে আরও দুটি নৌপথে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এসব নৌপথে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করে। নৌপথগুলো হলো– নারায়ণগঞ্জ-চাঁদপুর, নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ-রামচন্দ্রপুর, নারায়ণগঞ্জ-নড়িয়া, নারায়ণগঞ্জ-মতলব, নারায়ণগঞ্জ-ঈদগাহ ফেরিঘাট ও নারায়ণগঞ্জ-হাটুরিয়া।
বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবুলাল বৈদ্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার কারণে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গত ১২ মে রাত থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। তবে আজ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ কারণে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।’