জামায়াত নেতাকে গ্রেফতারের দাবিতে রংপুর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

রংপুরে পুলিশ সুপারের কার্যালয়রংপুরে হরতালের সময় বাস, ট্রাকে আগুন এবং পুলিশের ওপর হামলাসহ ২০ মামলার আসামি জামায়াত নেতা ও রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিয়ার রহমানকে গ্রেফতারের দাবিতে জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করেছেন মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শাফিয়ারকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন নেতারা।
এর আগে দুপুরে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। তারা বিভিন্ন সড়ক ঘুরে কাছারী বাজার এলাকায় পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় দলের কর্মীরা পুলিশের হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে কার্যালয়ে প্রবেশ করে সেখানে অবস্থান নেন।
সেখানে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, জামায়াত নেতা শফিয়ার ২০ মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন শফিয়ার। একুশে ফেরুয়ারির প্রথম প্রহরে ওই জামায়াত নেতা শত শত পুলিশের উপস্থিতিতে জাপা চেয়ারম্যান এরশাদের সঙ্গে শহীদ মিনারে এসে বেশ কিছুক্ষণ অবস্থান করলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি। ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার না করলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলেও জানান বক্তরা।

দেড় ঘণ্টা পরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুখ কার্যালয়ে আসেন। তিনি শফিয়ারকে গ্রেফতারের আশ্বাস দিলে নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

/বিটি/এফএস/