পাহাড় থেকে পড়ে ট্যুর অপারেটরের মৃত্যু

বান্দরবানের আলীকদমে পাহাড় থেকে পড়ে আতহার ইসরাত রাফি (৩৪) নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার কুকপাতা ইউপির সাইমপ্রা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আতাহার ইসরাত রাফি (৩৪) কক্সবাজার পেকুয়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শনিবার ঢাকা থেকে ১৯ জনের একটি পর্যটক দল আলীকদমে বেড়াতে আসে। তারা ট্যুর অপারেটর আতহারকে সঙ্গে নিয়ে বান্দরবানের আলীকদমের  কুকপাতা ইউপির স্যামসাংপাড়ার কাছাকাছি সাইমপ্রা ঝিরি-ঝরনা দেখতে যান। এ সময় পাহাড়ের ওপর থেকে পড়ে যান ট্যুর অপারেটর। সেখানেই তার মৃত্যু হয়। পরে রবিবার সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, আলীকদমের কুরুকপাতা ইউপির স্যামসাংপাড়ার কাছাকাছি সাইমপ্রা এলাকা থেকে আতহার ইসরাত রাফি নামে এক যুবকের লাশ উদ্ধার  করেছে সেনাবাহিনী। তিনি  ট্যুর অপারেটরের কাজ করতেন বলে জানা গেছে।