মাছ ধরতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

বাড়ির পুকুরে মরে ভেসে ওঠা মাছ ধরতে পুকুরে নেমে চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বিদ্যুতের ছেঁড়া তার পড়ে পুকুরের পানি বিদ্যুতায়িত হওয়ায় এ ঘটনা ঘটে।

সোমবার দুপুরে ফরিদগঞ্জের গোবিন্দপুরের আনন্দ পালের বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মৃত স্বামী-স্ত্রীর নাম অর্জুনচন্দ্র পাল (৬৫) ও অঞ্জলি রানী পাল (৫০)। তারা প্রতিমাসহ মাটির নানারকম জিনিস তৈরি করতেন।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টায় লাশ দুটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। জানতে পেরেছি, প্রচণ্ড বৃষ্টির কারণে ওই বাড়ির বিদ্যুতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়ে ছিল। এ কারণে অনেক ছোটবড় মাছ বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায়। সেই মরা মাছ তুলতে পুকুরে নেমে বিদ্যুৎস্পৃষ্টে ছটফট করছিলেন স্বামী অর্জুন। অঞ্জলি দৌড়ে এসে দেখেন স্বামীর দেহ ভেসে আছে। পরে তিনিও পুকুরের পানিতে নামেন এবং কেউই পুকুর থেকে আর উঠতে পারেননি।’

এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্সসহ ছুটে যাই। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছি।’