বিপুল পরিমাণ চিংড়ির রেণুপোনা ও জেলি মেশানো চিংড়ি জব্দ

খুলনায় কোস্টগার্ডের অভিযানে আনুমানিক চার কোটি চিংড়ির রেণুপোনা এবং ৪০০ কেজি বিষাক্ত জেলি মেশানো চিংড়িসহ ২৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকালে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা মো. মুনতাসির ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন শিবসা নদীর ঢাকের মোড় ও ঘাগড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয়টি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে আনুমানিক ৩ কোটি ৮৫ লাখ ৪২ হাজার চিংড়ির রেণুপোনাসহ ১৮ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা পাইকগাছা থানার শান্তা গ্রামের এবং দাকোপ থানার জয়নগর গ্রামের বাসিন্দা। পরে সকাল ৮টা ১০ মিনিটের দিকে জব্দকৃত চিংড়ির রেণুপোনা দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতানের উপস্থিতিতে শিবসা নদীত অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক রূপসা থানাধীন খানজাহান আলী টোল প্লাজা (রূপসা সেতু) এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপ তল্লাশি করে আনুমানিক ৪০০ কেজি বিষাক্ত জেলি পুশ করা চিংড়িসহ ছয় জনকে আটক করা হয়। জব্দকৃত চিংড়ি রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাসের উপস্থিতিতে রূপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয়।