স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালীতে স্ত্রীকে হত্যার দায়ে আবু তাহের (৬৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আবু তাহের জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের দেওটি গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবু তাহেরের সঙ্গে স্ত্রী তাজনেহারের পারিবারিক কলহ চলছিল। ২০২২ সালের ১১ আগস্ট দিবাগত রাতে কলহের জের ধরে স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আবু তাহের। রাতেই তাজনেহার মারা যান। স্ত্রীর মৃত্যুর পর তাহের পালিয়ে যায়। এ ঘটনায় তাদের ছোট ছেলে রুবেল বাদী হয়ে বাবা আবু তাহেরকে একমাত্র আসামি করে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।’