আচরণবিধি ভেঙে জাতীয় পার্টির প্রার্থীর শোডাউন 

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন সাভারে মনোয়নপত্র জমা দিতে এসে স্লোগান আর শোডাউন করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উঠেছে জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দিতে এসে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে লাঙ্গল প্রতীক নিয়ে মিছিল করেন তিনি।

এ সময় প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে স্লোগান দিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে প্রবেশ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইমতিয়াজ। পরে ওই কার্যালয়ের নিচে ফটকের সামনে হ্যান্ডমাইকে নেতাকর্মীদের আচরণবিধি লঙ্ঘন না করার বিষয়ে সতর্ক করেন তিনি।

বক্তব্য দিচ্ছেন জাতীয় পার্টির এমপি প্রার্থী বাহাদুর ইমতিয়াজএ সময় জাতীয় পার্টির এমপি প্রার্থী বাহাদুর ইমতিয়াজ বলেন, ‘ভাইয়েরা আমার, অনেক কষ্ট করে আপনারা মিছিল নিয়ে এসেছেন। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। যেহেতু নির্বাচনি আচরণবিধি আছে, তাই কোনোভাবে তা লঙ্ঘন করা যাবে না। আমার সঙ্গে ৫-৬ জনের বেশি উপরে যাবেন না। আপনারা সবাই বাইরে থেকে স্লোগান দিন। আমি মনোনয়নপত্র জমা দিয়ে এসে আবার আপনাদের সঙ্গে যোগদান করবো।’

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা জেলার সহকারী রিটার্নিং অফিসার মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি থামিয়ে দিয়েছি এবং ব্যবস্থা নিচ্ছি। এটি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং তদন্ত হবে। অভিযোগ আসলে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবো।’