জায়গা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় জায়গার সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের কোদালের আঘাতে আবদুল হাকিম মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বাঁকপাল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, আবদুল হাকিম মণ্ডল বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাঁকপাল গ্রামের মৃত মোছো মণ্ডলের ছেলে। জায়গার সীমানা নিয়ে তার সঙ্গে প্রতিবেশী বেলাল হোসেনের বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার দুপুরে দুপক্ষের ঝগড়া বাঁধে। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় বেলালের কোদালের আঘাতে আবদুল হাকিম মাটিতে লুটিয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি জানান, নিহতের শরীরে আঘাতের তেমন চিহ্ন নেই। তবে ডান হাতে আঘাত রয়েছে। লাশ বুধবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য প্রতিপক্ষ বেলালের স্ত্রী জ্যোৎস্না বেগমকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।