খাতুনগঞ্জে বেড়েছে পেঁয়াজের দাম

দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তে শুক্রবার (৮ ডিসেম্বর) কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৫০ থেকে ৫৫ টাকা। ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে, এমন অযুহাতে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়েছেন বলে জানা গেছে। খাতুনগঞ্জের প্রতিটি গুদামে পর্যাপ্ত পেঁয়াজের মজুত আছে। তারপরও দাম বাড়ার বিষয়টিকে সিন্ডিকেটের কারসাজি বলে দাবি ক্রেতাদের।

খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার (৮ ডিসেম্বর) খাতুনগঞ্জে পাইকারিতে চীন থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১১০ টাকায়। যেটি আগের দিন বৃহস্পতিবার ছিল ৫৫ টাকা থেকে ৬০ টাকা। অপরদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। যেটি আগের দিন বিক্রি হয়েছিল ১০০ টাকায়। শুক্রবার পেঁয়াজে কেজিপ্রতি ৫০ টাকা থেকে ৫৫ টাকা বেড়েছে। ভারত আজ সকাল থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে। এ কারণে দাম বেড়েছে।’

নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এখানে খুচরায় প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫৫ টাকা থেকে ১৬০ টাকায়। চীনের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘গত জুলাই মাস থেকে নভেম্বর পর্যন্ত এক হাজার ৯৪৯ মেট্রিক টন পেঁয়াজ চীন ও পাকিস্তান থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে আমদানি হয়েছে। এর মধ্যে চীন থেকে আমদানি হয়েছে ৮৪৭ মেট্রিক টন। পাকিস্তান থেকে আমদানি হয়েছে এক হাজার ১০২ মেট্রিক টন পেঁয়াজ।’