পাবনার স্মৃতিবিজড়িত স্থানগুলোতে পায়ে হেঁটে ঘুরলেন রাষ্ট্রপতি

নিজ শহর পাবনার বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থানগুলোতে ঘুরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর পায়ে হেঁটে শহরের বিভিন্ন স্থানে যান তিনি।

সন্ধ্যার সাড়ে ৭টার দিকে পাবনা সার্কিট হাউজ থেকে অন্যতম স্মৃতিবিজড়িত স্থান পাবনা ডায়াবেটিক সমিতিতে প্রবেশ করেন রাষ্ট্রপতি। সেখান কয়েক মিনিট অতিবাহিত করার পর পায়ে হেঁটে আসেন লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে। সেখান থেকে প্যারাডাইস সুইটস ঘুরে রাত ৮টার দিকে প্রবেশ করেন পাবনা প্রেসক্লাবে। সেখানে বেশ খানিকটা সময় অতিবাহিত করে নির্ধারিত গাড়িতে করে ফেরেন সার্কিট হাউজে। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় বন্ধুবান্ধব ও নেতাকর্মীরা।

এর আগে দুপুর ৩টার দিকে চার দিনের সফরে পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি।  চার দিনের সফরে তার আসার কথা ছিল সোমবার। বৈরী আবহাওয়ার কারণে ওই দিনের সফর বাতিল করা হয়।

আবহাওয়া অনুকূলে থাকায় মঙ্গলবার দুপুর‌ ২টা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহন করা হেলিকপ্টার পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে অবতরণ করে বলে জানান ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবির কুমার দাস। এরপর তাকে‌ বহন করা গাড়িবহর সড়কপথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেয়। বিকাল ৩টায় সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার শেষে বিশ্রামের পর সন্ধ্যার দিকে স্মৃতিবিজড়িত প্রিয় স্থানগুলোতে ঘুরতে বের হন তিনি।

এদিকে, গত ১৪ জানুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৫ জানুয়ারি ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। ১২টা ৫০ মিনিটে অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হবেন। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন। সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। পরদিন ১৬ জানুয়ারি সকাল ১১টায় পাবনার স্থানীয় কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। বেলা ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন। আবার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন। এরপর ১৭ জানুয়ারি সকাল ১১টার দিকে স্থানীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বেলা ১টার দিকে সার্কিট হাউজের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে রাত্রিযাপন করবেন। ১৮ জানুয়ারি ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।

প্রথম দিনের সফর বাতিল হাওয়ায় চার দিনের রাষ্ট্রীয় সফরের সময়সূচি পরিবর্তন হবে বলে প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে।