মুন্সীগঞ্জে চার ইটভাটাকে ৩২ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে চার ইটভাটায় অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার কার্যক্রম বন্ধ করতে বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার বাসাইল এবং বালুচর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদফতরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাসাইল ইউনিয়নের মেসার্স শামছুদ্দিন অ্যান্ড রবিলা ব্রিকসের মালিক আলতাফ হোসেনকে ৮ লাখ, একই এলাকার মেসার্স ন্যাশনাল ব্রিকসের মালিক অলি আহমেদকে ৭ লাখ টাকা, মেসার্স মায়ের দোয়া ব্রিকসের মালিক জনি আহমেদকে ৭ লাখ, বালুচর ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসের মালিককে ১০ লাখ টাকাসহ মোট ৩২ লাখ টাকা জরিমানা করা হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদফতরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।