ধান মাড়াই যন্ত্রের চাপায় নারীর মৃত্যু

যশোরের চৌগাছায় ফুকো মেশিনের (স্থানীয়ভাবে তৈরি ইঞ্জিনচালিত ধানমাড়াই যন্ত্র) নিচে চাপায় নাছরিন আক্তার আঁখি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীপুর-নারায়ণপুর সড়কের বকসীপুর ত্রিমাথা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নাছরিন চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের ইউসুফ আলীর মেয়ে এবং মাকাপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের মা।

পুলিশ ও মৃতের স্বজনরা জানান, নাছরিন স্বামী-সন্তানসহ নারায়ণপুরে বাবার বাড়িতে থাকেন। বিকালে তিনি পায়ে হেঁটে দেবীপুর বাজার থেকে নারায়ণপুরে বাড়ির দিকে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর দেখতে পান তার মামাতো ভাই নারায়ণপুর গ্রামের জামির হোসেন স্থানীয়ভাবে ইঞ্জিন দিয়ে তৈরি ধান মাড়াই করা যন্ত্র চালিয়ে বাড়ি যাচ্ছেন। নাছরিনের অনুরোধে এক পর্যায়ে গাড়ির টুলবক্সে তাকে বসিয়ে রওনা হন। একটু যেতেই গাড়ি থেকে পড়ে যান নাছরিন। এ সময় গাড়িটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।