এক মোটরসাইকেলে তিন কিশোর, প্রাণ গেলো দুজনের

পিরোজপুরের নাজিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বাধীন শেখ (১৬) ও রহমত শেখ (১৫) নামে দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে তানজিম শেখ নামে আরও একজন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা তিন জনই স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

ওই বিদ্যালয় প্রধান শিক্ষক সুব্রত রায় এবং নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, ‘বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। সকাল সোয়া ৯টার দিকে দশম শ্রেণির ওই তিন ছাত্র একটি মোটরসাইকেলে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিল। পথে বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে সেখানেই স্বাধীন ও রহমত নিহত হয়। গুরুতর আহত হয় তানজিম। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিহত স্বাধীন উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে। রহমত একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে। আহত তানজিম একই ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলে এবং তাদের অন্য এক বন্ধু আরেকটি মোটরসাইকেল যাচ্ছিল। দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে চালিয়ে মাটিভাঙ্গার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।