সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ভাতার টাকা না দেওয়ার অভিযোগ

দিনাজপুরের বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলেছেন বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীরা। বিভিন্ন অভিযোগে বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

এর আগে এদিন সকালে ভাতার টাকা না পাওয়ায় বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রানীপুকুর ইউনিয়নের দক্ষিণ জগৎপুর এলাকার বাসিন্দা আজগার আলী বলেন, ‘আগে আমি নিয়মিত বয়স্কভাতা পেলেও এখন আর পাই না। পরে জানতে পারি, আমার আশেপাশের অনেকেই ভাতার টাকা পাননি। পরে আমরা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে বলা হয়, আমাদের টাকা অন্য কেউ তুলে নিয়েছে। কিন্তু সেটা তো সম্ভব না।’

একই উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের ফুলবাড়ী বাসুদেব এলাকার বাসিন্দা বাচ্চু বলেন, ‘কেউ যদি আমাদের টাকা বের করে নেয় তাহলে তারও তো ডকুমেন্ট থাকে। সেটিও আমাদের দেওয়া হচ্ছে না। কোনও বিষয়ই আমাদের জানানো হচ্ছে না।’

এ সময় ১১নং পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী মলানিয়া এলাকার বাসিন্দা গুলনাহার বেগম, জগৎপুর এলাকার বাসিন্দা রসনা বেগম, মাসুদা বেগমসহ অনেক ভুক্তভোগী ভাতার টাকা না পাওয়ায় মানববন্ধনে অংশ নেন। তারা জানান, তাদের মতো অনেকেই আছেন যারা ভাতার টাকা পাননি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘এই ধরনের অভিযোগ আসলে সেটি গ্রহণ করে ব্যবস্থা নেওয়া হবে। যদি এটা নগদের (মোবাইল ব্যাংকিং) ব্যবস্থাপনার ভুল থাকে তাহলে তাদের অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর যদি নম্বর পরিবর্তন করে কেউ অসাধু উপায়ে টাকা হাতিয়ে নেয়, সেটিও অভিযোগ পেলে যাচাই করে দেখা হবে।’