তথ্যপ্রযুক্তি ছাড়া উন্নয়ন চিন্তা করা কঠিন: কাজী নাবিল

যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ককে আরও প্রাণবন্ত ও কর্মমুখী করা হবে। আগামী দিনে তথ্যপ্রযুক্তি ছাড়া উন্নয়ন চিন্তা করা কঠিন। কারণ তথ্যই হলো এখনকার প্রধান শক্তি।’

রবিবার (১৭ মার্চ) বিকালে ‘টেকসই উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পার্কের বিজনেস সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কাজী নাবিল বলেন, ‘একটা সময় বাংলাদেশের গার্মেন্টস সেক্টর দুর্বল ছিল। ধীরে ধীরে শক্তিশালী হয়েছে। তেমনি তথ্যপ্রযুক্তি খাতও সরকারের সার্বিক সহযোগিতায় খুব শিগগির মাথা উঁচু করে দাঁড়াবে।’

সভায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের বিনিয়োগকারীরা অংশ নেনএ সময় অন্যদের মধ্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের চেয়ারম্যান ডক্টর সাইদ মোহাম্মদ গালিব, ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী কাসেদুজ্জামান সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় স্বাগত ও সমাপনী বক্তব্য দেন শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর। প্রেজেন্টেশন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহজালাল। সভায় পার্কের বিনিয়োগকারীরা অংশ নেন।

পরে পার্কের ক্যাফেতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি, বিনিয়োগকারী ছাড়াও যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাহমিদ আকাশ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আকসাদ সিদ্দিকী শৈবাল, বাংলাদেশ কম্পিউটার সমিতি, যশোর কম্পিউটার সিটি, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।