ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় বিস্ফোরণ, আসনেই চালকের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় একটি চলন্ত সিএনজি অটোরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে চালক মারা গেছেন। সোমবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত অটোরিকশার চালকের নাম মো. আবদুস সবুর। তিনি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকার ইছামতি আলীনগরের বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় লোকজন জানান, সোমবার বিকাল ৩টার দিকে সিএনজি অটোরিকশাটি পটিয়া থেকে গ্যাস নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে কেরানিহাট যাচ্ছিল। পথে কলঘর এলাকায় ট্রাফিক চেকপোস্টে পুলিশ দাঁড়াতে সংকেত দিলে চালক গাড়িটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি বালুভর্তি ডাম্পার ট্রাকে ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। সিএনজিতে থাকা একজন নারী যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করেন।

এদিকে, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের উপস্থিতির কথা শোনা গেলেও হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, ‘হাইওয়ে পুলিশের কোনও টিম সেখানে ছিল না। আমরা যতটুকু জেনেছি, জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট সবুজের নেতৃত্বে সেখানে চেকপোস্ট বসানো হয়েছিল।’

এ ব্যাপারে চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, ‘পুলিশের সংকেত না মেনে দ্রুত পালানোর সময় বালুভর্তি ড্রাম্পার ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লাগলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় চালক ড্রাইভিং সিট থেকে বের হতে পারেননি। তিনি ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হয়েছেন।’

ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম ও আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।