রূপসা রেলসেতুতে ধাক্কা, সার নিয়ে ডুবলো কার্গো

খুলনার রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা দিয়ে সারবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রবিবার (৭ এপ্রিল) দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় কার্গোটিতে ১৩ জন নাবিক ছিলেন। ১১ জন তীরে উঠলেও ২ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ দুজন হলেন বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোংলা বন্দর থেকে সারবোঝাই এমভি থ্রি লাইট-১ নামে কার্গোটি নওয়াপাড়া যাচ্ছিল। পথে রূপসা নদীর উপর নির্মিত রেলসেতুর পিলারে ধাক্কা দিয়ে সেটি ডুবে যায়। কার্গোর ১৩ নাবিকের মধ্যে ১১ জন সাঁতরে তীরে ওঠে। খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি। এ ছাড়া তল্লাশি চালিয়ে বেলা আড়াইটা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি।