রাঙামাটিতে আধাবেলা অবরোধ পালিত

সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ এনে রাঙামাটিতে আধাবেলা অবরোধ পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। অবরোধের কারণে বুধবার সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কপথে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনেককে সকাল থেকে কাউন্টারে বসে থাকতে দেখা গেছে। তবে দুপুর ১২টার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

সকালে অবরোধের সমর্থনে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি ও কুতুকছড়ি, বেতছড়িসহ বেশ কিছু এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। 

ইউপিডিএফের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগণ তথা স্থায়ী বাসিন্দারা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের মাধ্যমে কিছুটা হলেও প্রথাগত অধিকার ভোগ করে আসছে। কিন্তু সরকার এই অধিকারকে সুরক্ষা না দিয়ে উল্টো আদালতের মাধ্যমে আইনটি বাতিল বা অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের জনগণ এ ষড়যন্ত্র মেনে নেবে না। তারা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।

রাঙামাটি বাস মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক বিলাস কান্তি সাহা জানান, অবরোধের কারণে সকাল থেকে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কপথে কোনও বাস ছেড়ে যায়নি। দুপুর ১২টার পর বাস চলাচল শুরু হয়েছে। তবে রাঙামাটি-বান্দরবান সড়কে বাস চলাচল স্বাভাবিক ছিল।