সিলেটে টিলা ধসে তিন জন নিখোঁজ

সিলেট নগরীর চামেলীবাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের তিন জন নিখোঁজ রয়েছেন। সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতা কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এ ঘটনায় আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ তিন জন হলেন– চামেলিবাগ এলাকার ২নং রোডের ৮৯নং বাসার মৃত রফিক উদ্দিনের ছেলে করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শামীমা আক্তার রোজী (২৫) এবং তাদের দুই বছরের শিশুসন্তান তানি।

সিসিকের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ‘ধসে পড়া বাড়িতে দুটি পরিবার থাকতো। টিলা ধসে চাপা পড়া ঘরের নিচে দুই পরিবারের ছয় জন আটকে পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস এবং আমরা এসে এক পরিবারের তিন জনকে উদ্ধার করেছি। আরেক পরিবারের তিন জন এখনও মাটির নিচে আছে। বৃষ্টির কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।’

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, বৃষ্টির কারণে টিলা ধসে একটি আধাপাকা ঘরের উপরে পড়েছে। ওই ঘরের নিচে তিন জন মানুষ রয়েছেন।