জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে যশোরের বেনাপোল স্থলবন্দরের কাস্টম হাউসে তিন দিনের কলমবিরতি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৪ মে) সকালে বেনাপোল কাস্টমস হাউসের গেটে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে এনবিআর ঐক্য পরিষদ এ কর্মসূচি শুরু করেছেন।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলম বিরতির এ কর্মসূচি পালন করবেন তারা। তবে এ সময়ের মধ্যে আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রফতানি ও বাজেট কার্যক্রম চলমান থাকবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল কাস্টম হাউসে কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি শুরু করলেও আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন বলেন, ‘আমরা কলমবিরতি শুরু করেছি। আজ সকাল ১০টা থেকে আগামী শনিবার বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কলম বিরতি। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আমরা নতুন করে কর্মসূচি দেবো।’
এর আগে এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করে সরকার। সোমবার (১২ মে) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫' অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হয়।
নতুন এই অধ্যাদেশ জারির ফলে দীর্ঘদিনের রাজস্ব সংস্থা এনবিআরের অস্তিত্ব এখন আর নেই। রাজস্ব খাত এখন থেকে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ এই দুই ভাগে পরিচালিত হবে।